২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধন করে বৈষম্যহীন ফলাফলের দাবিতে আন্দোলনকারী একদল শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে বিক্ষোভ করছেন। অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ২৩ অক্টোবর দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছে তারা। আহত হয়েছেন বেশ কয়েকজন।
এসময় ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।







