প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে এ অবস্থান কর্মসূচি চলছে।
এর আগে, গতকাল রোববার একই কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করতে দেখা গেছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।
পরে সাড়ে ১০টার দিকে রাকসু ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে নির্বাচন কমিশন শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি।
এ সময় ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবেসহ নানা স্লোগান দেয় সংগঠনটির নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন।








