এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পেরুর মধ্য উপকূলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে দেশটির কিছু কিছু উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পেরুর অটিকুপা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দূরে এই ভুমিকম্প আঘাত হেনেছে, যার ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আগের এক বুলেটিনে কোন হুমকি নেই বলে জানালেও পরবর্তিতে সুনামির আশঙ্কার কথা জানায়।
এতে বলা হয়, ‘কিছু উপকূলের জন্য বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জলোচ্ছ্বাস জোয়ারের স্তরের ১ থেকে ৩ মিটার পর্যন্ত উপরে পৌঁছতে পারে।







