এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শূন্যপদে চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেডের মৌসুমী শ্রমিক-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে মিল গেটে অবস্থান ধর্মঘট পালন করছেন তারা।
ধর্মঘট চলাকালে মিল গেটে সমাবেশে বক্তব্য রাখেন জিল বাংলা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. লিচু মিয়া, সাধারণ সম্পাদক রায়হানুল হক, মৌসুমী শ্রমিক মাহফুজুর রহমান ও রিয়াজুল কাউসার খোকন।
শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, সরকারি নিয়ম-নীতি অনুসরণ করে জিল বাংলা মৌসুমী কর্মীদের চাকরি স্থায়ীকরণের জন্য আগামী ১৭ ও ১৮ মে সাক্ষাতের চিঠি দেয়। কিন্তু ১৫ মে মিল কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তা স্থগিত করে।
এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি জমা দেয়। দাবি মানা না হলে মিলের শ্রমিক-কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।







