শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে র্যাবের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুরে দিনাজপুর রাজবাড়ীস্থ রাজ দেবোত্তর এস্টেট দুর্গাপূজা মণ্ডপে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপ, শোভাযাত্রা ও দর্শনার্থীদের চলাচলের জায়গাগুলোতে মোতায়েন থাকবে সশস্ত্র টহল দল, বম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা।
তিনি আরও বলেন, দেশে কিছু অশুভ ও অসুস্থ মানসিকতার লোক রয়েছে, যারা ধর্মীয় উৎসবকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তাহলেই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে এবং ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ও পাহারার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গুজব প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে কোনো তথ্য পেলে নাগরিকদের অনুরোধ করব আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে। আমরা দ্রুত তা যাচাই করব। সত্য হলে ব্যবস্থা নেব, আর গুজব ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যাব মহাপরিচালক আরও জানান, পূজার সময় র্যাবের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। সাধারণ জনগণ হটলাইনের মাধ্যমে তথ্য দিতে পারবেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, র্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম প্রদীপ, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।








