গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘ইডালিয়া’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে । ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে এটি। বুধবার (৩০ আগস্ট) ফ্লোরিডা’র উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
ফ্লোরিডার ৩৩টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ‘ইডালিয়া’র কারণে জলোচ্ছ্বাস ও বন্যা হবার আশঙ্কা করা হচ্ছে।
ফ্লোরিডাভিত্তিক ওয়েদারটাইগারের প্রধান আবহাওয়াবিদ রায়ান ট্রুচেলুট বলেছেন, ইডালিয়া বড় হারিকেনের রূপ নিয়ে কমপক্ষে ১১১ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর অতিক্রম করবে, কিন্তু মেক্সিকোতে আঘাত হানবে না।
এনএইচসি আরও জানিয়েছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে শক্তিশালী হারিকেনের মতো বয়ে যাবে ইডালিয়া। এর প্রভাবে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এছাড়া মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের আশঙ্কা দেখা দিয়েছে।







