ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়ে দারুণ ভূমিকা ছিল জো রুটের। প্রথম ইনিংসে ভারতের ৪ উইকেট নিয়ে অফস্পিন বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মূলত ব্যাটিং যার আসল কাজ সেই রুট। সাদা পোশাকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে হাতেনাতে ফলও পেয়েছেন সেজন্য, উঠেছেন সেরা চারে। বিশাখাপত্তম টেস্টের আগে তা নিয়ে মজা করেছেন ইংলিশদের অধিনায়ক বেন স্টোকস।
রুটের অলরাউন্ডিং সেরার বিষয়টি নিয়ে মজা করে স্টোকস বলেছেন, ‘প্রকৃতপক্ষে আমি বিস্মিত সে আমার পেছনে ছুটছে। কিন্তু আমার মনে হয় আমরা দুজন এমনই, এ বিষয়গুলো নিয়ে আমাদের এত মাথাব্যথা হয় না। সে অসাধারণ একজন ব্যাটার, কিন্তু যখন তার বোলিং বিবেচনা করা হয়, এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা।’
৩৩ বর্ষী রুট মূলত পার্টটাইম বোলার, হায়দরাবাদে সবাইকে অবাক করেছিলেন। প্রথম ইনিংসে ৪৮ ওভার বল করেছিলেন। ৭৯ রান দিয়ে ৪ উইকেট নেন। সেটা তাকে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে নিয়ে এসেছে। আগের সেরা অবস্থান ছিল পাঁচে, একধাপ উন্নতি হয়ে এখন অবস্থান চারে।







