এই খবরটি পডকাস্টে শুনুনঃ
“এখনো স্বপ্নই মনে হয়, কিন্তু এটা আমাদের গল্প।”—ভালোবাসার শহর প্যারিসে তোলা বেশকিছু ছবি দিয়ে ঠিক এমনই এক অনুভূতির গল্প শেয়ার করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
শুক্রবার (১৩ জুন) ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবির সঙ্গে এই প্রেমভরা ক্যাপশন দেন তিনি। ছবিগুলোর পটভূমিতে ছিল আইফেল টাওয়ার—প্যারিসের প্রতিটি কোণ যেন একেকটা গল্প বলছে। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন মেহজাবীন এবং তার জীবনসঙ্গী, বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।
ছবিগুলোতে কখনো দুজনকে দেখা গেছে হেঁটে যেতে, কখনো আইফেল টাওয়ারের দিকে মুখ করে বসে থাকতে কিংবা কখনো বা প্যারিসের রেলিং ধরে একে অপরের চোখে চোখ রাখতে। কোনো ছবিতে মেহজাবীন মেজেন্ডা পোশাকে, চুলে হালকা হাওয়া লাগিয়ে তাকিয়ে আছেন আকাশের দিকে; কিংবা ক্যামেরার দিকে ছুড়ে দিচ্ছেন উড়ন্ত চুমু! প্রতিটি ফ্রেমই যেন শুধু ছবি নয়—ভালোবাসার ভাষ্য।
মেহজাবীনের এই পোস্ট শেয়ার হতেই নেটিজেনদের মধ্যে রীতিমতো আলোড়ন পড়ে যায়। মুহূর্তেই লাইক আর মন্তব্যে ভরে যায় পোস্টটি। কারও মতে, “পৃথিবীর সবচেয়ে সুন্দর দাম্পত্য ছবি’, কেউবা লিখেছেন, ‘তোমাদের প্রেমে ঈর্ষা হয়!” কিংবা কেউ লিখেছেন, “একটু বেশিই সুন্দর।”
শুধু ভক্তই নন, শোবিজ অঙ্গনের অনেক তারকাও কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।
বছরের শুরুতেই মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর প্রকাশ্যে আসে। যদিও দুজনেই অনেকদিন ধরে একসঙ্গে কাজ করেছেন, সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি। তবে বিয়ের পর এই প্রথমবার এতটা উন্মুক্ত ভালোবাসায় নিজেদের প্রকাশ করলেন তারা!
প্যারিসে এই ফটোশুট ছিল শুধুই ব্যক্তিগত সময়ের অংশ, না কি নতুন কোনো ভিজ্যুয়াল প্রজেক্টের ইঙ্গিত—এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে যেভাবেই হোক, এই ছবিগুলো যেন প্রেম ও সৌন্দর্যের অনবদ্য সংমিশ্রণ!
প্যারিস শুধু একটি শহর নয়—ভালোবাসার প্রতীক। আর সেই শহরে দাঁড়িয়ে যখন একজন শিল্পী বলেন,“তুমি আমার প্রার্থনার উত্তর, এই ক্ষণিকের দুনিয়ায় আমার চিরন্তন।” তখন সেটি শুধু ক্যাপশন নয়, হয়ে ওঠে অনুভবের এক স্থায়ী দলিল।
ক্যাপশনে মেহজাবীন আরো লিখেন, “ভালোবাসার শহরে—যেখানে প্রতিটি রাস্তা যেন রোমান্সের কথা বলে—সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আমাদের গল্পটা এমনভাবে লেখার জন্য।”








