এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। এরপর ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। পর্যায়ক্রমে ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
রুটিন অনুসারে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ২৬ এপ্রিল এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষাও নির্ধারিত তারিখে নেওয়া হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের সব বিষয়ের পরীক্ষার তারিখও রুটিনে উল্লেখ রয়েছে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে আলাদাভাবে প্রকাশ করা হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন হলে তা আগেভাগেই জানিয়ে দেওয়া হবে।









