সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সফরের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে লঙ্কান বোর্ড। দুবছর পর ফিরেছেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বোলডেনিয়া। সুযোগ পেয়েছেন অফস্পিনার নিশান পেইরিস।
ডারবান ও গেবেরহায় হতে চলা দুই টেস্টে ডাক পাননি অফস্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। এবছর মাত্র একটি টেস্ট খেলা রমেশ ৬ উইকেট নিয়েছিলেন। এম্বোলডেনিয়া ও ওশেদা ফের্নান্দো ২০১৯ সালে সাউথ আফ্রিকা সফরে ভালো করার জন্য জায়গা পেয়েছেন।
লঙ্কানদের পেস আক্রমণে থাকবেন আসিথা ফের্নান্দো, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা এবং অলরাউন্ডার মিলান রথনায়েকে। স্পিনে আরেক বাঁহাতি প্রভাত জয়সূরিয়া আছেন। সিরিজটির মাধ্যমে শ্রীলঙ্কা ও প্রোটিয়াদের সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা দুইয়ে ওঠার।
শ্রীলঙ্কার টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশেদা ফের্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রভাথ জয়সুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এম্বোলডেনিয়া, মিলান রথনায়েকে, আসিথা ফের্নান্দো, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।








