এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ। টেস্ট দিয়ে গড়াবে দুদলে দ্বৈরথ। বাংলাদেশ আগেই টেস্ট স্কোয়াড ঘোষণা করে। ম্যাচের দুদিন আগে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ১৮ সদস্যের দলে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ ক্রিকেটারকে। যাদের মধ্যে পাঁচজন কোন আন্তর্জাতিক ম্যাচই খেলেননি।
রোববার বিজ্ঞপ্তিতে প্রথম টেস্টের স্কোয়াড জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন পেস অলরাউন্ডার ইশিতা বিজেসুন্দারা, বাঁহাতি স্পিনার সুনাল দিনুশা, স্পিন অলরাউন্ডার পবন রত্নায়েকে এবং থারিন্দু রত্ননায়েকে, উইকেটরক্ষক ব্যাটার লাহিরু উদারা ও ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। এই পাঁচজন টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। তাদের মধ্যে কেবল লাহিরু উদারা শ্রীলঙ্কার হয়ে একটি টি-টুয়েন্টি খেলেছেন।
ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে দলটিতে আছেন দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার মতো তারকারা।
প্রথম টেস্টের জন্য লঙ্কান স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওসাদা ফের্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রাসিন্দু সুরিয়াবান্দারা, সুনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্ননায়েকে, আসিথা ফের্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিজেসুন্দারা।








