নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীলঙ্কা সফরে আসছে অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সামনে রেখে ১৮ সদস্যের দল দিয়েছে লঙ্কান নির্বাচক প্যানেল।
দাসুন শানাকার নেতৃত্বে স্ট্যান্ডবাই খেলোয়াড় রাখা হয়েছে জেফরি ভ্যান্ডার্সে ও নিরোশান ডিকেভেল্লাকে।
শ্রীলঙ্কার টি-টুয়েন্টি স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ধানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, নুয়ান্দু ফার্নান্দো, লাহিরু মাদুশঙ্কা, ভানিডু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশনন্থ চামিরা, কাসুন রাজিথা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, রমেশ মেন্ডিস, মহেশ থিকশান, প্রবীণ জয়াবিক্রমা, লক্ষ্মণ সান্দাকান।







