এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাটে নেমে অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়েছিল শ্রীলঙ্কা। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করা স্বাগতিকরা তৃতীয় দিন বৃষ্টির কারণে ঠিকঠাক ব্যাট করতে পারেনি। আরও দুই উইকেট হারানোর পর বৃষ্টিতে দিনের খেলা বন্ধ রাখতে হয়েছে।
তৃতীয় দিনে খেলা হয়েছে মোট ২৭ ওভার। দুটি উইকেট হারিয়েছে ধনঞ্জয়া ডি সিলভার দল। দ্বিতীয় দিনের ৪৪ রানের সাথে যোগ হয়েছে আরও ৯২ রান। দিনেশ চান্দিমাল ৬৩ রানে এবং কুশল মেন্ডিস ১০ রানে অপরাজিত আছেন। তৃতীয় দিন একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও ম্যাথু কুহনেমান।
প্রথমদিনের ৩৩০ রানের পর দ্বিতীয় দিনে আরও ৩২৪ রান যোগ করে ৬ উইকেট হারিয়ে ৬৫৪ রানে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। সবমিলিয়ে ১৫৪ ওভার ব্যাট করেছিল স্টিভেন স্মিথের দল। দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ৭৯তম ম্যাচে প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার উসমান খাজা।
এছাড়া ১৪১ রান করেছেন অধিনায়ক স্মিথ এবং অভিষেকে সেঞ্চুরি পেয়ে ১০২ রানে আউট হন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশ। অস্ট্রেলিয়ার পড়া ছয় উইকেটের তিনটি করে নিয়েছেন প্রবাথ জয়সূরিয়া ও জেফরি ভ্যানডার্সে।








