প্যারিস অলিম্পিকে ১৩তম দিনে ছেলেদের গতির স্পোর্টস ক্লাইম্বিংয়ে স্বর্ণ জিতেছেন ইন্দোনেশিয়ার ভেদ্রিক লিওনার্দো। ২০২৩ সালের ওয়ার্ল্ড কাপ স্পিড চ্যাম্পিয়নশিপে পদকজয়ী এখন অলিম্পিক চ্যাম্পিয়ন। প্যারিস অলিম্পিকের মাধ্যমে এই ইভেন্টের উদ্বোধন হল।
এটি নিয়ে স্বর্ণ পদকের তালিকায় নাম উঠল ইন্দোনেশিয়া। ২৭ বর্ষী লিওনার্দো চীনের রৌপ্য জয়ী উ পেংকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। চীনের রৌপ্য পদক জয়ী পেংয়ের থেকে মাত্র ৪.৭৫ সেকেন্ড আগে শেষ করেন।
ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম ওয়াটসন। ওয়াটসন নিজের করা ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন, সেটি তাকে ব্রোঞ্জ পদক এনে দেয়।







