ব্রিটেনে অবৈধ উপায়ে ঢুকে পড়া বাসিন্দাদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির অভিবাসন দপ্তর। এখন পর্যন্ত ২০ দেশের ১০৫ জন ব্যক্তিকে অবৈধ উপায়ে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ অভিবাসন দপ্তরের আশা, এই গ্রেপ্তারের পর অন্য অনুপ্রবেশকারীরাও স্বেচ্ছায় ব্রিটেন ত্যাগ করবেন।
এমন একটি অভিযানে শামিল হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। রীতিমতো বুলেটপ্রুফ জ্যাকেট পরে অভিবাসন কর্মীদের সঙ্গে অভিযানে বের হতে দেখা যায় ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।
জানা যায়, উত্তর লন্ডনের ব্রেন্ট-এ যে অভিযান চলছিল, তাতেই শামিল হয়েছিলেন সুনাক।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আগে জানিয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা তার সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়বে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে যারা দেশে রয়েছেন, তাদের জন্য আমাদের বহু যোগ্য শ্রমিক কাজ পাচ্ছেন না। তাদের জন্য দেশেরও কোনও উপকার হচ্ছে না। কারণ তারা কর দিচ্ছেন না।
অভিবাসন দপ্তর সূত্র আরও জানায়, গ্রেপ্তার ১০৫ জন ব্যক্তিকে বার, সেলুন ইত্যাদি জায়গা থেকে ধরা হয়েছে। নাগরিকত্বের সপক্ষে তারা যে তথ্যপ্রমাণ দাখিল করেছিলেন, তা ভুয়া বলে প্রমাণিত হয়েছে।








