বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। দোকানে গিয়ে চাহিদামতো তেল পাচ্ছেন না ক্রেতারা। চালের দাম আগের চেয়ে কমলেও সবজির দাম কিছুটা বেড়েছে।
শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, কমেছে পেঁয়াজ, ডিম ও সোনালী মুরগির দাম। আগে থেকেই বেড়ে থাকা চালের দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা।
সবজির দাম কিছুটা বাড়লেও এখনো সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে। বাজারে ব্রয়লার মুরগির দাম না কমলেও সোনালী মুরগির দাম কমেছে।
বাজারে ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, করলা ১২০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, শসা ৪০ টাকা, পটল ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, বাধা কপি ৩০, গাজর প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, ভালো লেবু প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায় এবং ধনেপাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।








