জো জোনাস ও সোফি টার্নারের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তবে সোফি এখনও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জো, নিক, এমনকি প্রাক্তন শ্বশুর-শাশুড়িকেও ফলো করেন। তবে আনফলো করে দিয়েছেন প্রিয়াঙ্কাকে। কিন্তু কেন?
ইনস্টাগ্রামে সোফি ও প্রিয়াঙ্কা চোপড়া একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন না। জো ও সোফির চলমান বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কা চোপড়া।
জোনাস পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানান, ‘প্রিয়াঙ্কা এবং সোফি একসময় খুব কাছাকাছি ছিলেন। একটা সময় ছিল যখন সোফি ভেবেছিলেন তিনি এবং জো লন্ডনে গিয়ে সংসার পাতবেন, তাদের সঙ্গে যাবেন নিক ও প্রিয়াঙ্কাও। প্রিয়াঙ্কা সোফি এবং প্রিয়াঙ্কা দুজনেই একে অপরের সন্তানদেরও ভালবাসেন এবং তাদের জীবনে সমস্যা তৈরি হয়, এমনকিছু তারা করতে চান না’।
আগের অনেক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ও সোফি একে অপরের প্রশংসা করেছেন। প্রিয়াঙ্কা ও সোফিকে শেষবার জোনাস ব্রাদার্স ‘ওয়াক অফ ফেম’ অনুষ্ঠানে এবং এই বছরের শুরুতে লন্ডনে জোনাস ব্রাদার্সের কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল। হঠাৎ করে তাদের মাঝে কেন তিক্ততা তৈরি হল তা নিয়ে প্রশ্ন এখন ভক্তদের মনে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








