এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সুপারস্টার শাকিব খান ও বিন্দুকে নিয়ে ‘এই তো প্রেম’ নির্মাণ করে প্রশংসা পেয়েছিলেন সোহেল আরমান। ২০১৫ সালে ছবিটি মুক্তির পর আর ছবি বানাননি এই নির্মাতা। বিরতি কাটিয়ে নতুন ছবি নির্মাণে ফিরছেন সোহেল আরমান। তার পরিচালিত নতুন ছবির নাম ‘সংবাদ’।
শনিবার (১৮ মে) সন্ধ্যায় এ ছবির মহরতের মাধ্যমে শিল্পীদের পরিচয় করিয়ে দেন নির্মাতা সোহেল আরমান। যেখানে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, সোহেল মন্ডল, কাজী খুরশীদুজ্জামান উৎপল, সালাউদ্দিন লাভলু, সাজ্জাদ হোসেন দোদুল, তাহমিনা সুলতানা মৌ, আজম খান প্রমুখ।
নির্মাতা জানান, ১ জুন থেকে একটানা ‘সংবাদ’ ছবির শুটিং চলবে। ‘এই তো প্রেম’ ছাড়াও ‘ভ্রমর’ নামে একটি ছবির শুটিং শুরু করে শেষ করতে পারেননি সোহেল আরমান। তবে তিনি আশাবাদী ছবির বাকী ৬০ শতাংশ কাজ শেষ করবেন।
নাটকে নিয়মিত ইরফান সাজ্জাদ তার ‘সংবাদ’ ছবি প্রসঙ্গে বলেন, এখন সিনেমার ভালো সময় যাচ্ছে। সিনেমা বড় মাধ্যম। মানুষ আমাকে সিনেমার মাধ্যমে চিনুক সবসময় সেটাই চেয়েছি। সেই প্রচেষ্টার মধ্যেই আছি। সংবাদের গল্পটা দুর্দান্ত। চরিত্র শুনেই সিদ্ধান্ত নেই কাজটি করতেই হবে। সবসময় সব চরিত্রের সুযোগ হয় না। ‘সংবাদ’ অন্য সিনেমার মতো ভালো লাগার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
সোহেল মন্ডল বলেন, ‘সোহেল ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি। গল্প শুনেই মনে হয়েছে এটার সঙ্গে যুক্ত হওয়া দরকার। সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
১৮৭২ সালের জমিদার বাড়ির একটি হারানো গল্পে ‘সংবাদ’ নির্মিত হবে। এর চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই। আগামী বছর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান সংশ্লিষ্ঠরা।







