কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার বলেছেন, বিএনপির কিছু অবস্থান বিব্রত করছে। জনগণকে বাদ দিয়ে কিছু করলে তা ফ্যাসিবাদ হবে, জনগণকে কেন্দ্রে রেখে সবকিছু করতে হবে।
সোমবার (৪ নভেম্বর) ‘বিদ্যুৎ রূপান্তর কোন পথে’ বিষয়ে রাজধানীর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদরদপ্তরে এক সেমিনার এসব কথা বলেন তিনি।
আমলাতন্ত্রকে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর উল্লেখ করে তা ভাঙতে না পারলে হবে না বলেও মন্তব্য করেন মানবাধিকার কর্মী ফরহাদ মজহার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে যে অর্থনৈতিক নীতি, তা ছুঁড়ে ফেলে দিতে হবে। এছাড়া সব বিষয়ে জনগণকে যুক্ত করতে হবে এবং দেশের মানুষকে সবকিছুর কেন্দ্রে আনতে হবে।
তিনি বলেন, দেশের নতুন গঠনতন্ত্র প্রণয়ন হবে, সেখানে জনগণের জ্বালানি সুরক্ষার জন্য একটি অনুচ্ছেদ লাগবে।


