এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্লোভেনিয়া ও ডেনমার্ক। ম্যাচের শুরুতে ডেনমার্ক এগিয়ে গেলেও শেষপর্যন্ত জয়ের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে স্লোভেনিয়া সমতায় ফিরলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। ১-১ গোল সমতায় শেষ হয় ম্যাচ।
জার্মানির স্টুটগার্ট এরিনায় বাংলাদেশ সময় রোববার রাতে শুরু ম্যাচে ৬৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ডেনমার্কের। ১৬টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, স্লোভেনিয়া ১১টি শটের ভেতর ২টি লক্ষ্যে রাখে।
শুরু থেকে স্লোভেনিয়াকে চাপে রাখে ডেনমার্ক। একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে দলটিকে। ম্যাচের ১৭ মিনিটেই ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করার চেষ্টা করে তারা।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ৭৭ মিনিটে গোল হজম করতে হয় ডেনমার্ককে। এরিক জানজার গোলে সমতা আসে। পরে দুদলের কেউই আর জলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়।
চলতি ইউরোতে সি গ্রুপে রয়েছে ডেনমার্ক ও স্লোভেনিয়া। গ্রুপের অন্য দুদল ইংল্যান্ড ও সার্বিয়া মুখোমুখি হবে বাংলাদেশ সময় রোববার রাত ১টায়।







