ইউটিউব এবং টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে জনপ্রিয় ব্যক্তিদের স্কিনকেয়ার প্রসাধনী ব্যবহার করতে দেখে শিশুদের মধ্যে এই ধরনের প্রসাধনীর ব্যবহার বাড়ছে। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, স্কিনকেয়ার প্রসাধনীর ব্যবহার শিশুদের জন্য বিপজ্জনক।
আজ (২৭ জানুয়ারি) শনিবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এতে বলা হয়, শিশুদের স্কিনকেয়ার প্রসাধনীর ব্যবহার নিয়ে সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর ডার্মাটোলজিস্ট জানিয়েছে, আট বছরের কম বয়সী শিশুদের স্কিনকেয়ার পণ্য ব্যবহার করার প্রবণতা তাদের ত্বকে এমন সমস্যা সৃষ্টি করতে পারে যা অপরিবর্তনীয়।
এই ধরনের পণ্যসমূহের মধ্যে অনেকগুলো সম্ভাব্য ক্ষতিকারক সক্রিয় উপাদান রয়েছে যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ব্যাবহারের যোগ্য। যেমন এক্সফোলিয়েটিং অ্যাসিড, এটি শিশুদের ত্বকে এলার্জি বা একজিমা উস্কে দিতে পারে। শিশুদের ত্বকে এখন এই উপাদানগুলোর প্রয়োজন নেই। তবে শিশুরা এসব পণ্য ব্যবহারের জন্য বায়না ধরলে তা প্রতিহত করা অভিভাবকদের জন্য সত্যিই বেশ কঠিন হয়ে পড়ছে।
বিবিসি জানিয়েছে, স্কিনকেয়ার প্রসাধনী কেনার জন্য যুক্তরাজ্যের দোকানগুলো বা অনলাইন শপগুলোতে বয়সের কোন সীমাবদ্ধতা নেই। তবে একটি স্টোরের প্রতিনিধি বলেছেন, তারা তাদের ২,৫০০ জন প্রতিনিধিকে এই বিষয়ে প্রশিক্ষণ দিতে চলেছে, যাতে করে তারা অল্প বয়সী গ্রাহক এবং তাদের অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা প্রদান করতে পারে।








