বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ও বিবিসি’র কিংবদন্তি সম্প্রচার সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে বিশ্ব সাংবাদিকতার এক সোনালি অধ্যায়ের অবসান ঘটল। বিবিসিতে একাত্তরের সেই কণ্ঠ বাংলাদেশের ইতিহাসে চিরদিন বেঁচে থাকবে।







