টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ক’দিন ধরেই পানিবন্দী পুরো ফেনী। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ফেনীর বাসিন্দারা।
গেল বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীবাসী। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে পরিবার-পরিজন কোথায় আছেন, কেমন আছেন, সেই খোঁজখবরটুকুও নিতে পারছেন না অনেকে। তেমনি একজন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত শ্রোতাপ্রিয় শিল্পী পুতুল।
বৃহস্পতিবার থেকে ফেনীতে থাকা তার ভাই ও বোনের সাথে যোগাযোগ করতে পারছেন না বলে শুক্রবার (২৩ আগস্ট) জানান পুতুল। ফেনী শহরের উকিলপাড়ায় বাড়ি পুতুলদের। সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে বলে জানান এই শিল্পী। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পুতুলের ভাই। পাশে বড় বোনও থাকতেন। বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না পুতুল।
তবে এরইমধ্যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন এই শিল্পী। শুক্রবার রাতেই তিনি জানিয়েছেন,“আমার ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছি। তিন তলায় পানি না ওঠায় নিরাপদে আছে তারা। বোনের পরিবারের খোঁজ চলছে। কোনো একটা মসজিদে আশ্রয় নিয়েছে বলে জেনেছিলাম। কোন মসজিদ তা জানি না। সেখানেই আছে নাকি অন্যত্র গেছে বুঝতে পারছি না।”
শনিবার বিকেলে পুতুল আবারও জানান,“ফেনীতে আমার বোনের পরিবারের আপডেট জানতে চেয়ে অনেকে ফোন করছেন, মেসেজ করছেন। জ্বি না, এখনো কোনো খোঁজ পাইনি। তবে যেহেতু ফেনীতে পানি কমতে শুরু করেছে তাই আশ্রয়কেন্দ্র থেকে ওরা যদি বাড়ি ফিরতে পারে নিশ্চয়ই একটা খোঁজ আমরা পাবো।”








