বলিউডের ‘গুলাব গ্যাং’, ‘হোয়াই চিট ইন্ডিয়া’, ‘বেডম্যান’ এর মতো ছবির নির্মাতা সৌমিক সেনের ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির তারকা আরিফিন শুভ। সিরিজটির নাম ‘জ্যাজ সিটি!
সৌমিক সেন সর্বশেষ বিক্রম মোতোয়ানির সাথে তৈরী করেছেন বলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ জুবিলি। ওই সিরিজটি অ্যামাজনের হলেও ‘জ্যাজ সিটি’ দেখা যাবে সনি লিভে!
গেল সাত দিন ধরে ‘জ্যাজ সিটি’র শুটিং চলছে। এরইমধ্যে কলকাতা অংশের শুটে যোগ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এমন খবরই জানিয়েছে আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘জুবিলি’র পর নতুন এই সিরিজেও নানা চমক রেখেছেন সৌমিক সেন। যেমন, আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী। এছাড়াও রয়েছেন, টলিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজটির শুটিং চলবে।
সিরিজের গল্প প্রসঙ্গে প্রতিবেদনে বিস্তারিত বলা হয়নি। তবে সত্তরের দশককে ফুটিয়ে তুলতে চলেছেন নির্মাতা। সঙ্গে আভাস রাখা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট হতে পারে সিরিজের বিষয়বস্তু!
বর্তমানে আরিফিন শুভ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ নামের সিনেমা।








