হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অভিনেতার স্ত্রী দীপ্তি ইনস্টাগ্রামে শ্রেয়াসের সর্বশেষ পরিস্থিতির কথা জানিয়েছেন।
শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে দীপ্তি শ্রেয়াস জানিয়েছেন, শ্রেয়াসের বর্তমান অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। বৃহস্পতিবারই করা হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তিনি জানিয়েছেন, শ্রেয়াসকে সারিয়ে তুলতে চিকিৎসকদের পূর্ণ সহায়তা পাচ্ছেন। অল্প কিছু দিনের মধ্যেই শ্রেয়াসকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার কথাও বলেন দীপ্তি।
গেল বৃহস্পতিবার সারাদিন সুস্থই ছিলেন শ্রেয়াস। এদিন মুম্বাইয়ে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু জঙ্গল’ সিনেমার শুটিং করেছেন তিনি। সারাদিন তাকে শারিরীকভাবে সুস্থই দেখেছেন টিমের সদস্যরা। শুটিং শেষে বাড়ি ফিরে স্ত্রী দীপ্তিকে বলেছিলেন, একটু অস্বস্তিবোধ করছেন। এরপর সেই অস্বস্তি বাড়লে বাড়িতেই তিনি অজ্ঞান হয়ে যান।
দ্রুত অভিনেতাকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে শ্রেয়াসের অবস্থা আরও খারাপ হয়।







