চট্টগ্রামে মধ্যরাতে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলির ঘটনায় চালক মোহাম্মদ মানিক (৩০) ও আবদুল্লাহ (৩২) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৯ মার্চ) দিনগত রাত পৌনে ৩টার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে ঠিক কী কারণে এবং কারা গুলি ছুড়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
নিহত দুজনের মধ্যে মোহাম্মদ মানিক পেশায় গাড়িচালক। তার বাড়ি হাটহাজারী উপজেলার মদুনাঘাট গ্রামে বলে জানা গেছে। এছাড়া আহত রবিন ও হৃদয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সিলভার রঙের একটি প্রাইভেটকার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া এক্সেস রোডে প্রবেশ করলে পেছন দিক থেকে তিন-চারটি মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতপরিচয় যুবকরা গাড়িটিকে ধাওয়া করেন। একপর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। প্রাইভেটকারের ভেতর থেকেও মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়।








