এই খবরটি পডকাস্টে শুনুনঃ
একটি কোমল পানীয় বিজ্ঞাপনে কাজ করে সমালচনায় পড়তে হয়েছে অভিনেতা শিমুল শর্মাকে। গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরাফ আহমেদ জীবনের সঙ্গে অনেকেই শিমুলকে কাঠগড়ায় তুলছেন। বিষয়টির জন্য ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে আলোচনায় আসা অভিনেতা শিমুল অনুতপ্ত হয়েছেন।
নিজের ভেরিফায়েড পেইজে মঙ্গলবার সকালে এক পোস্ট দিয়ে শিমুল বলেছেন, ‘আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেয়ার মতো অভিনেতা এখনো হয়ে উঠতে পারিনি। কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনো আমার হয়ে উঠেনি।’
‘আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক, তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে।’
শিমুল লিখেছেন, আমি ভবিষ্যতে কোন কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি। আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।
প্রকাশিত এই বিজ্ঞাপনটির নির্মাতা হিসেবে কাজল আরেফিন অমির দিকেও আঙুল তুলছে একটি পক্ষ। তবে জনপ্রিয় এই পরিচালক স্পষ্ট জানিয়েছেন, এই বিজ্ঞাপনটি তিনি নির্মাণ করেননি। অমি বলেন, এই বিজ্ঞাপন তো দূরের কথা, আমি আমার ক্যারিয়ারে কোনো বিজ্ঞাপনই নির্মাণ করিনি। অনেকে ভুল বুঝে মন্তব্য করছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, এই বিজ্ঞাপনের সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই।








