আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যেমন বলেছেন, তাদের দেশের গণতন্ত্র রক্ষায় তিনি আবারও ক্ষমতায় থাকতে চান, তেমনই বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়ও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
আজ (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে দলটির উপ-কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনে কে এলো, না এলো বা পর্যবেক্ষক কে এলো, না এলো এগুলো আওয়ামী লীগের জন্য কোন বিষয় নয়।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবে। তাই যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যুক্তরাষ্ট্র যেন তাদের হুমকি দেয়, আওয়ামী লীগকে নয়।








