এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আফগানিস্তানের বিপক্ষে দুই দিনে টানা দুই ম্যাচ, দুটিতেই জিতেছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে টি-টুয়েন্টিতে টানা চারটি সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারতে হারতে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগার্স। ম্যাচসেরা শরিফুল ইসলাম বলছেন তার পরিকল্পনা কাজে লেগেছে এ ম্যাচে।
দুর্দান্ত বোলিং করার পর শেষ মুহুর্তে ভালো ব্যাটিং করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুল ইসলাম। ম্যাচ সেরা হয়ে তিনি বলছেন, ‘উইকেট ব্যাটিং করার জন্য সহায়ক ছিল। অনুশীলনের সময় আমি যেমন করেছিলাম তেমন করার চেষ্টা করেছিলাম এবং পরিকল্পনা কাজে লেগেছে। যখন আমি ব্যাট করতে এসেছিলাম, নুরুল আমাকে বলেছিল উইকেট ছুঁড়ে না আসতে এবং আমি চাইছিলাম বিষয়টি কাজে লাগাতে।’
সিরিজ জয়ের পর ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক জানিয়েছেন, ‘ভালো লাগছে। দল হিসেবে গত দুই ম্যাচে আমরা অনেক ভালো খেলেছি এবং দ্বিতীয় ম্যাচে আমরা আরও স্পষ্ট ব্যবধান দেখেছি। বোলাররাই কাজটা করে দিয়েছে, গত পরশুর চেয়ে উইকেট ভালো ছিল এবং আমাদের প্রতিরোধটা ভালো ছিল। তাদের ভালো স্পিনার থাকায় সুযোগটা আমাদের নিতেই হত। আমরা ভালোভাবেই ছিলাম এবং বাউন্ডারি খুঁজছিলাম। পুরো কৃতিত্ব খেলোয়াড়দের।’
দ্বিতীয় ম্যাচে ২ উইকেট এবং ৫ বল হাতে রেখে ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের মাধ্যমে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতল টিম টাইগার্স। বল হাতে ৪ ওভারে ১৩ রানে এক উইকেটের পর ব্যাট হাতে ৬ বলে ১১ রান করে ম্যাচ সেরা হয়েছেন শরিফুল।








