শীতের শুরু থেকেই শরীয়তপুরের বিভিন্ন জলাশয়ে দেখা মিলছে পরিযায়ী পাখি। তবে শিকারিদের অপতৎপরতা ও জলাশয়ের পানি দূষণের কারণে, সহায়ক পরিবেশ বিঘ্নিত হওয়ায় দিন দিন কমছে এসব পাখির সংখ্যা। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জলাশয়গুলোতে পাখিবান্ধব পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি।






