যে কোন উৎসব আয়োজনকেও যে পরিবেশবান্ধব করা যায়, তার নজির সৃষ্টি করলো শরীয়তপুর’৯২ ফাউন্ডেশন। পলিথিন, প্লাস্টিকের বোতলসহ নানা বর্জ্য নিজেরাই অপসারণ করে পরিবেশ বান্ধব আয়োজনের বার্তা দিল ফাউন্ডেশনটি। এধরণের উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।






