এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তান সফরে দারুণ করেছে বাংলাদেশ। টেস্টে তাদেরকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে। বাংলাদেশের লক্ষ্য এখন ভারতের বিপক্ষেও ধারাবাহিকতা বজায় রাখা। ভারত সিরিজের প্রত্যেকটা ম্যাচ জিততে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। আগেরদিন লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
‘লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচ জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরও একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’
শক্তিমত্তায় বাংলাদেশের সামনে ভারত কঠিন প্রতিপক্ষ। শান্ত অবশ্য মানছেন সেটা। তবে প্রতিপক্ষকে নিয়ে চিন্তা না করে ভালো খেলায় মনোযোগ দিতে চান অধিনায়ক। বললেন, ‘অবশ্যই। সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা, পাঁচদিনের একটা ম্যাচ, পাঁচটা দিনই আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি সেটা।’







