এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের লক্ষ্য এখন ভারতকে হারানো। পাকিস্তান সফরের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতকেও হারাতে চায় টিম টাইগার্স। অলরাউন্ডার সাকিব আল হাসানও স্বপ্ন বুনছেন জয়ের।
বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় গড়াবে লড়াই। আগেরদিন ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বপ্ন বোনার কথা জানিয়েছেন সাকিব।
লিখেছেন, ‘বাঘেরা তাদের আগুন ছড়ানোর জন্য প্রস্তুত। একটি কঠিন সিরিজ জয়ের পর, তারা চেন্নাইয়ে প্রবেশ করছে। একমাত্র লক্ষ্য, ভারতের বিপক্ষে বিজয়। এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটি তাদের শক্তি এবং সংকল্প প্রমাণ করার একটি সুযোগ। চলুন, শক্তি, উৎসাহ এবং লড়াই নিয়ে আসি, আমরা জিততে এসেছি!’


