এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যে সিনিয়র ক্রিকেটারদের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেছেন, তাদের অভিজ্ঞতাটা দলের সফলতার অন্যতম কারণ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে স্বাগতিকদের হারায় ৬ উইকেটে। ম্যাচ শেষে এমন বলেন টাইগার অধিনায়ক।
রাওয়ালপিন্ডিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকের মতো অভিজ্ঞরা। প্রসঙ্গে শান্ত বললেন, ‘সিরিজটি আমাদের অনেক আত্মবিশ্বাসী করেছে। মুশি ভাই, সাকিব ভাই, লিটন এবং মুমিনুলের কথা উল্লেখ করতে হলে, তাদের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। আমি আশা করি, ভারত সিরিজে তারা এর থেকেও ভালো করবে।’
অনবদ্য পারফরম্যান্স করে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞতাপূর্ণ স্পিন অলরাউন্ডারের প্রশংসাতেও পঞ্চমুখ বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘এই ধরনের কন্ডিশনে প্রথম ইনিংসে যেভাবে বোলিং করেছেন, পাঁচ উইকেট নিয়েছেন, এটা চিত্তাকর্ষক। কোচের পরামর্শ অনুযায়ী অনুশীলনে তিনি যেভাবে কাজ করেছেন তা সত্যিই দেখার মতো ছিল।’







