বিশ্বকাপে প্রথম থেকে একাদশে ছিলেন না মোহাম্মদ শামি। মাঝপথে একাদশে ফিরে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আছেন ভারতের ৩৩ বর্ষী পেসার। এরমাঝেই ক্রিকেটের বাইরের কারণে শিরোনামে এলেন শামি, কলকাতার এক নায়িকার বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।
আসরে এপর্যন্ত ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি শামিকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। লিখেছেন, ‘শামি, তোমার ইংরেজি ভাষা উন্নত করো, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’
১৯৯২ সালে কলকতায় জন্ম নেয়া পায়েল বর্তমানে রিপাবলিক পার্টি অব ইন্ডিয়ার রাজনীতি করছেন। দলটির নারী শাখার প্রধানের দায়িত্বে আছেন।
শামি এবারের বিশ্বকাপে ৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। ২৬ ওভার বল করে ৩ ওভার মেডেন নিয়েছেন। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন দুবার, ৪ উইকেট একবার।







