প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এর শুটিং করতে ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে পৌঁছেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার বিকেলে তিনি মুম্বাই থেকে বেনারস যান। সেখানে শাকিব খানকে উষ্ণ অভ্যর্থনা নিয়ে বরণ করে নেয়া হয়!
এমনই একটি ছবি শাকিব তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংকস টু বেনারস’। ওই ছবিতে দেখা যায়, শাকিবের কপালে লাল সিঁদুরের ফোটা। গলায় রুদ্রাক্ষের মালা। জানা যায়, বেনারসে আগত ভিনদেশী গণ্যমান্য ব্যক্তিদের এভাবেই বরণ করে নেওয়া হয়। এটা সেখানকার ঐতিহ্য।
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শাকিবের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি লুফে নেয়। সঙ্গে সঙ্গে ফেসবুক ট্রেন্ডিংয়ে উঠে আসছে। ছবিটি পোস্ট করে কেউ কেউ লিখছেন, পুরাই তামিল নায়কদের মতো লাগছে! আবার কেউ লিখছেন, কিং অলয়েজ কিং, কিং সবসময়ই কিং থাকবে।
শাকিবের ভারতীয় অনুসারীরা বলছেন, শাকিবজ্বীকে প্রণাম জানাই। বাংলা ছাড়িয়ে বলিউড, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রিতেও আপনি কাজ করুন।
এর আগে বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে ‘দরদ’ এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান। তার সঙ্গে দেখা যায় বলিউড নায়িকা সোনাল চৌহানকে। যিনি ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ ছয়টি ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।
সংবাদ সম্মেলনে দেখা যায়, শাকিবের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সোনাল চৌহান। কেননা মুম্বাই পৌঁছানোর পর থেকেই হিন্দি শেখার চেষ্টা করছেন শাকিব। আর সেই সাক্ষী নায়িকাসহ অনেকেই।
বিষয়টি জানিয়ে শাকিব বলেন, ‘হিন্দি শেখার চেষ্টা করছি। যে কারণে গতকাল (মঙ্গলবার) থেকে এই সংবাদ সম্মেলন পর্যন্ত সবার সঙ্গেই একটু একটু হিন্দি বলছি।’ শাকিবের এই কথায় তাল মিলিয়ে সোনাল বলেন, ‘নট বেড। ভেরি গুড।’
সোনাল চৌহান বললেন, ‘প্রথমবারের মতো আমি ইন্দো-বাংলাদেশি জয়েন্ট ভেঞ্চারের সিনেমায় কাজ করছি। এটি প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে আমি খুব রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার এই ছবিটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতা হবে।’








