বিশ্বকাপ শুরুর পর থেকে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। এতে ২০২৫ সালে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও শঙ্কার মধ্যে পড়েছে। শ্রীলঙ্কাকে হারিয়ে অবশ্য আশা বাঁচিয়ে রেখেছে টিম টাইগার্স। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে সমীকরণও গুণতে হচ্ছে টাইগারদের। তবে সব চিন্তা ফেলে দিয়ে শুধু ম্যাচের দিকেই মনোযোগ দিতে চান বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠেই লড়াই।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন হাথুরুসিংহে। বলেছেন, ‘অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হারটা আমাদের সম্ভাবনা তৈরি করেছে। তবে আমি বিষয়টা নিয়ে ভাবছি না। আমি ভাবছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। এখন আমাদের সব মনোযোগ সেদিকেই। এই মূহুর্তে আমি অন্য কিছু ভাবতে চাই না।’
‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবসময় চ্যালেঞ্জিং। বিশ্বকাপের ইতিহাসে তারা সবচেয়ে সফল দল। তারা বেশ ভালো দল, পেশাদারিত্বে পরিপূর্ণ ভালো ক্রিকেট খেলা একটি দল। তাদের শুরুটা ধীরে হলেও ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।’
বিশ্বকাপে ৮ ম্যাচ খেলা বাংলাদেশের টেবিলে অবস্থান আটে। আসরের উদ্বোধনী ম্যাচে তারা হারিয়েছিল আফগানিস্তানকে। সবশেষ শ্রীলঙ্কাকে হারিয়েছে সাকিব আল হাসানের টিম টাইগার্স। অজিরা ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।








