ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে জয় পেয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। গালফ জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলেছে দলটি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দলটির ওপেনার মুহাম্মদ ওয়াসিম। জয়ে টেবিলের দুইয়ে অবস্থান পাকাপোক্ত হয়েছে দলটির।
বল হাতে উইকেট পাননি সাকিব আল হাসান। দুই ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ১০ রান। ডটবল করেছেন এক ওভারের বেশি ৭টি।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে গালফ জায়ান্টস। জবাবে ২১ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে সহজে জয় তুলে নেয় সাকিবের দল।
ব্যাট হাতে গালফের মঈন আলী সর্বোচ্চ ৫১ রান করেন। ২৮ রান করেন কাইল মেয়ার্স, ১৪ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। বল হাতে দুটি করে উইকেট নেন রোমারিও শেফার্ড ও ফজলহক ফারুকী।
জয়ের লক্ষ্যে ব্যাটে নেমে ৪২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন মুহাম্মদ ওয়াসিম। এছাড়া ৪৯ বলে অপরাজিত ৬৯ রান করেন নিকোলাস পূরান। এছাড়া জনি বেয়ারস্টো ও টম ব্যান্টন কোনো রান করার আগে সাজঘরে ফেরেন।
জায়ান্টসের মার্ক অ্যাডায়ার ও আজমতউল্লাহ ওমরজাই একটি করে উইকেট নেন।








