এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’-এর বিরুদ্ধে উঠেছে বেআইনি সংস্কারের অভিযোগ। কঙ্গনা রানাওয়াত, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো তারকাদের পর এবার মুম্বাই পৌরসভার নজরে এসেছেন কিং খান।
জানা গেছে, মাস কয়েক ধরে চলেছে মান্নাত বাংলোর রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ। এই সময় শাহরুখ ও তার পরিবার অন্যত্র স্থানান্তরিত হন। তবে অভিযোগ উঠেছে, উপকূলীয় অঞ্চলের নিয়ম ভেঙে বাংলোর কিছু অংশে সংস্কার করেছেন এই অভিনেতা। পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, এই অঞ্চলে সংস্কার বা নির্মাণে বিশেষ নিয়ম মেনে চলতে হয়।
এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২০ জুন) পরিবেশ দপ্তর এবং মুম্বাই পৌরসভার কর্মকর্তারা একযোগে মান্নাতে পৌঁছে পরিদর্শন করেন। বন বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, বেআইনি নির্মাণের অভিযোগ পাওয়ার পরই তারা যৌথভাবে তদন্ত শুরু করেছেন। পরিদর্শনের পর রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
অনেক গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ব্যাখ্যা দিয়েছেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ নেই। সব কাজ নিয়ম অনুযায়ীই চলছে। কোনো বেআইনি নির্মাণ বা নিয়মভঙ্গের প্রশ্নই আসে না।’








