এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশের পথে কিংবদন্তী সংগীতশিল্পী, গীতিকার, বেজ গিটারিস্ট শাফিন আহমেদের মরদেহ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা শাফিনকে বহনকারী বিমানটি। শিল্পীর পরিবার থেকে িএমনটাই জানানো হয়েছে।
রবিবার সন্ধ্যায় পাঠানো শাফিনের পারিবারিক বিবৃতিতে শাফিন আহমেদের জানাজা, দাফন এবং কুলখানি সম্পর্কে পারিবারিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
পারিবারিক ওই বিবৃতিতে বলা হয়, সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে আসবে শাফিনের মরদেহ। তার নামাজে জানাজা আগামী ৩০ জুলাই (মঙ্গলবার) বাদ যোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সেইসাথে আগামী শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে অনুষ্ঠিত হবে তার কুলখানি।
এরআগে বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে তার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ। অশ্রুসজল চোখে প্রিয় শিল্পীকে বিদায় জানান সাধারণ ভক্ত অনুরাগীরা।
শাফিন ছিলেন উপমহাদেশের কিংবদন্তী নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং প্রখ্যাত সংগীত পরিচালক কমল দাশ গুপ্তের কনিষ্ঠ পুত্র। ফিরিয়ে দাও, ধিকি ধিকি, চাঁদ তারা সূর্য, কি জাদু, আজ জন্মদিন তোমার, এবং আরো অনেক তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে শাফিন আহমেদ বাংলা গানের জগতে অন্যতম জনপ্রিয় এবং আইকনিক গায়ক হিসাবে তাঁর স্বকীয় পরিচয় সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি একক অ্যালবাম প্রকাশ করেন, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
তিনি তাঁর দুই বড় ভাই তাহসিন আহমেদ এবং হামিন আহমেদকে রেখে গেছেন; সেই সঙ্গে রেখে গেছেন স্ত্রী, তিন পুত্র মাইসিম, আজরাফ এবং রেহান; একমাত্র কন্যা রানিয়া; তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং লক্ষ লক্ষ ভক্ত ও অনুরাগীকে।








