রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় ও ঢাকা কলেজের একটি বাসসহ দুটি বাস ভাঙচুরের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব ও নিউমার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক জানান, সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়োজিত আছে।
তিনি বলেন, এ ঘটনায় ৩ থেকে ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের ছাত্ররা তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেটি ভাঙচুর করে ও রমজান পরিবহনের আরেকটি বাস ভাঙচুর করা হলে পুলিশ বাসগুলোকে সরিয়ে নিয়েছে।
এছাড়া যান চলাচল স্বাভাবিক আছে বলেও জানান তিনি।


