এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডসহ অন্যান্য সংবেদনশীল মামলাগুলো ঝুলে থাকবে না, সঠিক তদন্ত হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর মিন্টো রোড়ে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পতিত সরকারের আমলে ডিএমপির সমালোচিত কর্মকর্তারা কোথায় আছে, তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম কেমন হবে? কবে আইনের আওতায় নিয়ে আসা হবে জানতে চাইলে ডিবি প্রধান বলেন: যে পুলিশ কর্মকর্তা অপরাধের সঙ্গে যুক্ত থাকবে আমরা তাদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনব। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, যারা এজাহারভুক্ত আসামি তাদেরকেই আমরা গ্রেপ্তার করছি।
আরেক প্রশ্নের জাবাবে রেজাউল করিম মল্লিক বলেন: কোনো ঘটনায় আমরা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে উপস্থাপন করব।
এরআগে আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সম্পর্কে ডিবি প্রধান বলেন: পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনীর সদস্যসের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কর্মকর্তারা থাকবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে।
ঢাকা মহানগরবাসীকে ডিবির প্রতি আস্থার রাখার অনুরোধ জানিয়ে এই অতিরিক্ত কমিশনার বলেন: কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন ও বিধি মেনে চলুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব।








