এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দু’দিন ধরে মাজার চত্বরে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।
অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজবাড়ীতে ‘নুরাল পাগলা’র মাজারে ভাঙচুর ও মরদেহ পোড়ানোর ঘটনার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মাজারে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাউল ভক্তরা।








