জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠান যদি প্রতীকের প্রশ্নে চাপের কাছে পরাজিত হয়, তাহলে নির্বাচন শুরুর আগেই তাদের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি একই মতাদর্শের রাজনীতি করে বিধায় একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছে।
আওয়ামী লীগের সমালোচনা করে সারজিস আলম বলেন, তাদের মিছিল এখন আর বড় হচ্ছে না। আগে ভাড়া করা লোক নিয়ে রাজনীতি করলেও বর্তমানে বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কায়দায় ঝটিকা মিছিল করছে।








