এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবি জানিয়ে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, কুয়েট ভিসির পদত্যাগ চাই। তিনি যদি লজ্জায় পদত্যাগ করার মতো ব্যক্তিত্ব না রাখেন, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে সরানো হোক।
সম্প্রতি কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন।
এই পরিস্থিতিতে ক্লাস বন্ধের ঘোষণা দিয়ে সারাদেশের শিক্ষার্থীরা একযোগে আন্দোলনে অংশ নিচ্ছেন, যা দেশের শিক্ষা ও রাজনীতি নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে।







