আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা পালিত হচ্ছে। সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার দেবী। দেবী সরস্বতী শ্বেতশুভ্রবসনা; তার হাতে রয়েছে বেদ ও বীণা। যার কারণে তাকে বীণাপাণিও বলা হয়।
আজ ২৩ জানুয়ারি শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরস্বতীপূজা উপলক্ষে পূজামণ্ডপে দেবী সরস্বতীর বন্দনা করা হবে। দেবীর উদ্দেশ্যে বিশেষ পুজা, অর্চনা, আরতি ও প্রার্থনার মাধ্যমে মঙ্গল কামনা করা হবে। এসময় ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে পূজামণ্ডপ মুখরিত হয়ে উঠবে।
শাস্ত্রমতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতিবছর সরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে শিক্ষার্থীরা এই দিনটি জ্ঞানলাভের দিন হিসেবে মনে করেন এবং তাদের বইপত্র সরস্বতীর মন্দিরে রেখে প্রার্থনা করেন। সরস্বতীপূজা উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এই দেশে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। আমাদের দেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি, যা ধর্ম ও বর্ণের কোন পার্থক্য বিবেচনা করে না।
সরস্বতীপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানেও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা বিশেষভাবে এই দিনে তাঁদের বিদ্যা ও কৃষ্টি সম্মানিত করার জন্য উৎসাহিত হন।








