শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট-অগ্নিসংযোগ,মন্দিরে ভাঙচুরসহ নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা সমাবেশ করেছেন।
বাংলাদেশি সংগঠন ইউনাইটেড হিন্দুস অব ইউএসএ সমাবেশের আয়োজন করে।
শুক্রবার স্থানীয় সময় বিকালে প্রতিবাদ সমাবেশে অংশ নেন কয়েকশ’ সনাতন ধর্মাবলম্বী। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য অর্ন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানান বক্তারা। বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিও করেন তারা।
নিউইয়র্ক ও আশেপাশের রাজ্য থেকে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা এ সমাবেশে যোগ দেন। সংগঠনের সভাপতি ভজন সরকার, সাধারণ সম্পাদক রামদাস ঘরামী, লেখক ও কলামিস্ট শীতাংশু গুহ, ডাক্তার প্রভাত দাস, ডক্টর দিলীপ নাথ ও অন্যরা বক্তিতা করেন।








