এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের সমর্থকদের জন্য দারুণ এক সংবাদ হল, কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমের বাংলাদেশ দলে যুক্ত হওয়ার সব দুয়ার খুলে যাওয়া। বাংলাদেশের পরিচয়পত্র পাসপোর্ট, কানাডার ফুটবল ফেডারেশনের সবুজ সংকেতের পর ফিফার ছাড়পত্রও পেয়েছেন তিনি। সব ঠিকঠাক হওয়ার পর বাংলাদেশি সমর্থকদের জন্য ভিডিও বার্তা দিয়েছেন ২৭ বর্ষী তারকা।
২৩ সেকেন্ডের ভিডিও বার্তায় সামিত বলেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।’
‘যারা জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।’
গত ২০ এপ্রিল জন্ম নিবন্ধনের কাগজ হাতে পান সামিত। ১মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান। ৫মে বাংলাদেশের পাসপোর্টও পেয়েছেন ২৭ বর্ষী তারকা। ৬মে পেয়েছেন ফিফার অনুমোদন। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় সামিত।
বাংলাদেশি বাবা-মায়ের সন্তান সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। এ মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা সামিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে খেলেন।
আগামী ১০ জুন এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছাড়পত্র পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে তার।








