লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠাণ্ডায় গেল কয়েক দিন ধরেই নতুন সিনেমার শুটিং করছিলেন সালমান খান।
‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার বেশ কিছু কঠিন দৃশ্যে ডামি ছাড়া নিজেই শুটিং করেছেন বলিউড ভাইজান। তেমনই একটি দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা।
এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন সালমান। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন বলে জানা গেছে।
লাদাখের শুটিং শেষ হওয়ায়, আগামী কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কয়েক দিন বিশ্রাম সেরে আবার শুটিং শুরু করবেন।
পরবর্তী শুটিং মুম্বাইতে হবে বলে জানা গেছে। মুম্বাইয়ে সেভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।
ছবির শুটিং শুরু হবার পর তার কিছু ঝলক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা।








