জমে উঠেছে বিগ বস-১৭। সকলকে চমকে দিয়ে বিগ বস -এ আসছেন কঙ্গনা। বিগ বসের সাম্প্রতিক প্রমোয় তেমনটাই দেখা গেছে।
প্রমোর শুরুতেই দেখা গেছে, সালমানের স্টাইল নকল করে দর্শকের সঙ্গে কথা বলছেন কঙ্গনা। এটা দেখে অনেকেরই মনে হতে পারে সালমানের বদলে বিগ বসের সঞ্চালনার দায়িত্ব এবার কঙ্গনার কাঁধে পড়েছে। তবে কঙ্গনার কথা শেষ না হতেই পেছন ঘুরে সালমানকে দেখতে পান কঙ্গনা। হাসতে হাসতে মঞ্চে আসেন সালমান। তারপর ‘কেমন আছেন’ প্রশ্ন করে সালমানকে জড়িয়ে ধরেন কঙ্গনা।
এরপর সালমান রসিকতা করে তাকে প্রশ্ন করেন, ‘আপনি কি তবে আমাকেও ছাড়বেন না?’ কঙ্গনা বলেন, ‘ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি’। অর্থাৎ, কেউ কিছু বললে, তিনিও ছেড়ে কথা বলবেন না। এরপর সালমান কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘যদি কেউ আপনার সঙ্গে ফ্লার্ট করেন, তাহলে?’ উত্তরে কঙ্গনাও মজা করে বলেন, ‘যদি সে আপনার মতো হ্যান্ডসাম কেউ হয়, তাহলে মনের কথা শুনব।’ কঙ্গনার এই উত্তরে অবশ্য খুশি হয়ে যান সালমান। সালমানের সঙ্গে বিগ বস-১৭-র মঞ্চংনাচতেও দেখা যায় কঙ্গনাকে।
বিগ বস-১৭’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমানের মুখোমুখি হবেন কঙ্গনা রানাওয়াত। নিজের ছবি ‘তেজস’-এর প্রচারের জন্য এই শোয়ে হাজির হতে চলেছেন তিনি।
View this post on Instagram
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








